www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

বিরোধিতার মুখেই হাঙ্গেরীর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন ভিক্টর

বুদাপেষ্ট, ৯ মে, ২০১৮ (ডেস্ক) : হাঙ্গেরীতে তীব্র বিরোধিতার মুখে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পুনঃনির্বাচিত হতে যাচেছন ভিক্টোর অরবান। আর এর মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করবেন। খবর এএফপি’র।
দেশটির প্রেসিডেন্ট জানোস আদের সোমবার নতুন সরকার গঠনের জন্য অরবানকে আহবান জানান।
দেশটির সংসদের প্রথম অধিবেশনে অরবান পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে পুন:নির্বাচিত হচ্ছেন।
অপরদিকে বিরোধিরা রোববার দিনব্যাপী অরবানের সরকার গঠনের বিরোধিতা করে মানব-বন্ধন করেছে।
গত এপ্রিল মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে বিরোধিরা প্রত্যাখ্যান করে আন্দালন করে আসছে।
সদ্য সমাপ্ত নির্বাচনে অরবানের ক্ষমতাসীন ফাইডাস দল ৪৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে ।
অপর দিকে তার বিরোধী জাতীয় জবিক দল মাত্র ২০ শতাংশ ভোট পেয়েছে।
১৯৯০ সাল থেকে অরবান ভিক্টোর দেশটিতে ক্ষমতায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!