www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

খেলাধুলা

বাংলাদেশ শক্তিশালী দল: শ্রীলঙ্কার বোলিং কোচ

ক্রীড়া ডেস্ক : নিদাহাস ট্রফির ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে। স্বাভাবিকভাবেই স্বাগতিক হিসাবে শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে। তাছাড়া সিরিজের প্রথম ম্যাচে তারা ভারতকে হারিয়েছে।

শুক্রবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনের পর গণমাধ্যমের সামনে কথা বলেন শ্রীলঙ্কা দলের পেস বোলিং কোচ রুমেশ রত্নায়াকে। এ সময় তিনি বাংলাদেশ দল নিয়েও কথা বলেন।

রুমেশ রত্নায়েকে বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী দল। দেশের মাটিতে তারা সব দলকে হারিয়েছে। গত বছর শ্রীলঙ্কার মাটিতে তারা আমাদের হারিয়েছে। তাদের দলে সম্ভাবনাময়ী কিছু খেলোয়াড় আছে। তাদের জন্য আমরা প্রস্তুত। আমরা বসেছি, আলোচনা করেছি এবং অন্য যেকোনও ম্যাচের মতো প্রস্তুতি নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বোলিংয়ে আরো মনোযোগ দিতে হবে। ভারতের বিপক্ষে আমরা ১৫ রান বেশি দিয়ে ফেলেছিলাম। আমরা এ নিয়ে বিশ্লেষণ করেছি। আমি সবসময়ই বলেছি আমাদের দলে প্রচুর ট্যালেন্ট রয়েছে। মূল বিষয়টি ছিল ছেলেদের মাইন্ডসেটের। আমি মনে করি, হাথুরু এসে ছেলেদের মাইন্ডসেটে পরিবর্তন এনেছে।’

বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই কাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে। সিরিজে এর ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। আর ভারতের বিপক্ষে ছয় উইকেটে হেরে যায় বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!