www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

বাংলাদেশের দেয়া তালিকা থেকে ‘ছয়শ’ রোহিঙ্গা নেবে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার বাংলাদেশ থেকে ৬৭৫ জন রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে প্রস্তুত বলে জানিয়েছেন মিয়ানমারের ইমিগ্রেশন ও পপুলেশন ডিপার্টমেন্টের স্থায়ী সচিব মিন্ট কায়িং।

মিয়ানমারের সংবাদমাধ্যম মিজিমায় প্রকাশিত এক প্রতিবেদনে কায়িং নিশ্চিত করেছেন যে বাংলাদেশ থেকে ৮ হাজার ৩২ জনের তালিকা দেয়া হলেও তারা এর মধ্যে আটশ জনের মতো রোহিঙ্গার নাম অনুমোদন করেছেন। ইতোমধ্যে বাংলাদেশকে এ তথ্য জানানো হয়েছে বলেও জানান তিনি।

কায়িং দাবি মিজিমার কাছে দাবি করেছেন, ফেরত নিতে যেসব রোহিঙ্গার নাম মিয়ানমার অনুমোদন করেছে এর মধ্যে ৬৮৫ জন মিয়ানমারে বসবাস করতো আর দশজনের মতো আছে যারা সেখানকার সহিংসতায় অংশ নিয়েছে।

তিনি বলেন, ‘তালিকায় থাকা দশজন সন্ত্রাসীকে বাদ দিয়ে ৬৭৫ জনকে আমরা গ্রহণ করবো। আটশ জনের মধ্যে আর বাকী ১২০ জন বাংলাদেশে যাওয়ার আগে মিয়ানমারে বসবাস করতো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি’।

এর আগে বাংলাদেশ মিয়ানমার আলোচনার পর বাংলাদেশের তরফ থেকে আট হাজার জনের একটি তালিকা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিলো। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!