www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

‘বাংলাদেশও পারে সোফিয়ার মতো রোবট বানাতে’

তথ্য প্রযুক্তি ডেস্ক : রোবট সোফিয়ার উদ্ভাবক ড. ডেভিড হ্যানসন বলেছেন, চাইলে বাংলাদেশিরাও সোফিয়ার মতো রোবট বানাতে পারে। কেননা এই সফটওয়্যার ওপেন সোর্সে আছে।

বুধবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড চলছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়াকে নিয়ে হাজির হন ডেভিড।

এসময় তিনি বাংলাদেশিদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা চাইলে সোফিয়ার মতো সটওয়্যার ব্যবহার করতে পারেন। সোফিয়ার মতো রোবটও বানাতে পারেন।’ ডেভিড বলেন, ‌‘আমি ছোটবেলা থেকেই রোবট বানানোর স্বপ্ন দেখতাম। আমি ৩০ বছর আগে প্রথম রোবট বানিয়েছিলাম। আমার দীর্ঘদিনের স্বপ্ন ও সাধনার ফল সোফিয়া ‘

এই উদ্ভাবক জানান, বর্তমানে তার কাছে ১৩টি সোফিয়ার মতো রোবট আছে। যেগুলো দেখতে একই রকম। এখন তিনি অসংখ্য সোফিয়া তৈরি করবেন। এগুলো মানুষের কল্যাণে কাজ করবে।

এসময় সোফিয়া বলে, ‌‌হ্যালো বাংলাদেশ। আই অ্যাম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট ইন্ট্রিগ্রেটেড রোবট সোফিয়া।’
কারুকাজ করা জামদানির তৈরি পোশাকে বাংলাদেশি তরুণদের সামনে হাজির হয়েছিল রোবট সোফিয়া। এই পোশাকে তাকে মানিয়েছিল বেশ। আর তাই তো জামদানির প্রশংসাও করল। বলল, ‘মিহি সুতোয় তৈরি জামদানি বাংলাদেশের ঐতিহ্য।’ এই জামদানির স্বত্ব বাংলাদেশিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!