www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

বর্ণবিদ্বেষী পোস্ট দিয়ে ফেসবুক নিষিদ্ধ মার্কিন র‍্যাপার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন র‍্যাপ সংগীতশিল্পী লিল বি, যিনি সোশ্যাল মিডিয়াতে নিজের বিতর্কিত মতামত খোলাখুলি প্রকাশ করার জন্য পরিচিত – তাকে ফেসবুক এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। খবর বিবিসির।

‘হেইট স্পিচ’ বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ব্যাপারের ফেসবুকের যে নীতি আছে, তা অনুসরণ করেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানা গেছে।

এই সাসপেনশনের বিরুদ্ধে র‍্যাপার লিল বি ইতিমধ্যেই তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। তার ভক্তরাও টুইটারে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছেন।

কিন্তু ফেসবুকের বক্তব্য, তিনি এমন অনেক কিছু পোস্ট করেছিলেন যা তাদের হেইট স্পিচ সংক্রান্ত নীতিমালার পরিষ্কার লঙ্ঘন।

বিতর্কিত এই পোস্টগুলি ছিল মার্কিন শ্বেতাঙ্গ মানুষজন ও বন্দুকজনিত সহিংসতা ‘গান ভায়োলেন্স’ নিয়ে।

রাজনৈতিক সংবাদ পরিবেশনকারী ওয়েবসাইট ‘দ্য হিল’ এই নিষিদ্ধ পোস্টগুলির মধ্যে দুটি পোস্ট প্রকাশ করেছে।

সেগুলো এ রকম: ‘শ্বেতাঙ্গরাই একমাত্র নিজেদের বন্দুককে খুব ভালোবাসে – ফলে বোঝাই যায় কারা সহিংস মানুষজন। আমি ভয়ে ভয়ে থাকি না, তাই আমার বন্দুকও লাগে না – লিল বি।’

দ্বিতীয় পোস্টটি ছিল: ‘শ্বেতাঙ্গরা এত ভিতু বলেই বন্দুক নিয়ে এত সমস্যা। ওরা যদি বন্দুক নামিয়ে রাখত তাহলে আমরা সবাই নিশ্চিন্ত হতাম। কিন্তু না, ওরা সহিংস – লিল বি।’

২০১৪ সালেও র‍্যাপার লিল বি-কে অনুরূপ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!