নিজস্ব প্রতিনিধি : বরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষে এক শিক্ষিকাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তিনি বেতাগী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এ ঘটনায় ছয় জনকে আসামি করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেতাগী থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষিকা। গতকাল শুক্রবার সকাল দশটার দিকে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্তরা হলেন- বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের সুমন বিশ্বাস, মো. রাসেল, সুমন কাজী, মো. রবিউল, মো. হাসান ও মো. জুয়েল।মামলা সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকা ও তার স্বামী ভারতের পূর্ব মোদেনীপুর জেলার নন্দী গ্রামে বাসিন্দা বৃহাস্পতিবার স্কুল ছুটির পর বিদ্যালয়ে বসে কথা বলছিলেন। তাদের কথোপকথন দেখে অভিযুক্তরা স্কুলে প্রবেশ করতে চাইলে ওই শিক্ষিকা ভয়ে স্কুলের প্রধান দরজা তালা বন্ধ করে দেন।এসময় অভিযুক্তরা তালা ভেঙে ভেতরে ঢুকে তার স্বামীকে এলোপাথাড়ি মারধর করে স্কুলের একটি কক্ষে আটকে রেখে অপর একটি কক্ষে স্কুলশিক্ষিকাকে দলবেঁধে ধর্ষণ করে চলে যায়।এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ জানান, ভুক্তভোগী ওই শিক্ষিকা মামলা করেছেন। তার ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।