নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
একান্ত সচিব বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধান বিচারপতি বঙ্গভবে যাবেন। রাষ্ট্রপতির সঙ্গে এটা সৌজন্য সাক্ষাৎ।
দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতিদের অবকাশকালীন ছুটি চলছে। গত ২৭ আগস্ট থেকে এ ছুটি শুরু হয়েছে। যা চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। আদালত খোলার দিন ৩ অক্টোবর প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী সমিতির সভাপতি, অ্যাটর্নি জেনারেলসহ সিনিয়র আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে সুপ্রিম কোর্ট কার্যালয় থেকে জানানো হয়।
গত শনিবার কানাডা ও জাপান সফর শেষে প্রধান বিচারপতি দেশে ফিরেন। অসুস্থ মেয়েকে দেখতে গত ৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তিন ১০ দিন কানাডায় অবস্থান করেন। এরপর গত ১৮ সেপ্টেম্বর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যান তিনি।