বগুড়া প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার বাদজোহর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফিরাত কামনা ও জিয়াপরিবার’সহ বিএনপির নেতাকর্মীদের কল্যান এবং গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপিনেতা শফিকুল ইসলাম শফিক মন্ডলের নাতনী সোহেলী আক্তার হাসি’র দীর্ঘায়ু কামনা করে মহাস্থান মাজার মসজিদে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, কাগইল ইউপির চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, বিএনপি নেতা মোস্তাফিজার রহমান মোস্তা, শফিক মন্ডল, মিনহাজুল ইসলাম, ডাঃ সাইফুল, সাইফুল ইসলাম, রুবেল আকন্দ, আব্দুল বাছেদ, শাহ আলম রাসেল, সাদা মন্ডল, পুটু মিয়া, ডাঃ বুলবুল, যুবদল নেতা লুৎফর রহমান, শাহাদত হোসেন, আল আমিন, এসআই সুমন, হোসেন আলী, শাজাহানপুর থানা ছাত্রদলের সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, ছাত্রদল নেতা লিটন প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন মাওঃ মামুনুর রশিদ।