ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে সপ্তম থেকে দশম শ্রেনীর এক থেকে তিন রোল পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ প্রশংসা পত্র প্রদান শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউএনও কার্যালয়ে প্রথম দিনে আট্টাকা কে. আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও শিরিন হক পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিশেষ প্রশংসা পত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, শিরিন হক স্কুলের প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষ, আট্টাকা স্কুলের প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, শিক্ষক শেখ ইকরামুল হোসেন, ভিলেজ কোর্ট সমন্ময়কারী মোছাঃ মাজেদা খাতুন, সাংবাদিক মান্না দে ও শেখ মাসুম বিল্লাহ সহ মেধাবী শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।