www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

প্রধানমন্ত্রী আনলেন কৃষকবান্ধব ফোন সেবা

নিজস্ব প্রতিবেদক : কৃষককে ‘ডিজিটাল সেবায়’ নিয়ে আসতে এবার নতুন একটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি নিয়ে সমস্যায় পরামর্শের জন্য কৃষককে আর কৃষি কর্মকর্তার দুয়ারে ছুটতে হবে না। একটি নম্বরে ডায়াল করেই তার সমস্যার সমাধান জানতে পারবে তারা।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেবাটির উদ্বোধন করেছেন, যার নাম রাখা হয়েছে ‘কৃষকবান্ধব ফোন সেবা।’ একই অনুষ্ঠানে উদ্বোধন করা হয় কৃষকদের জন্য তথ্য সেবা কৃষি বাতায়ন।

প্রধানমন্ত্রী জানান, ৩৩৩১ নম্বরে ফোন করে কৃষক তার সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারবে।

অনুষ্ঠানে জানানো হয়, সেবাটি তৈরিতে কাজ করেছে কৃষি মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্ালয়ের এটু আই এবং কৃষি সম্পৃসারণ অধিদপ্তর।

কৃষককে ডিজিটাল সেবার প্রয়োজনে কৃষি মন্ত্রণালয় তৈরি করেছে সাথি নামে বাংলায় স্মার্টফোন পদ্ধতি। ‘সহজ সরল’ কৃষকের প্রয়োজনে এই পদ্ধতিকেও ‘সহজসরল’ করে গড়ে তোলা হয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!