www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

প্রথম ছয় মাসে ব্রাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ

অর্থনীতি প্রতিবেদক : ব্র্যাক ব্যাংক লিমিটেড প্রকাশ করলো ২০১৭ সালের অর্ধবার্ষিক আর্থিক ফলাফল। প্রথম ছয় মাসে ব্যাংকটি ৩৯ শতাংশ মুনাফা প্রবৃদ্ধি করেছে। গতকাল ৩ আগস্ট এই ব্যাংকের প্রধান কার্যালয়ে এর অর্ধবার্ষিক আর্থিক ফলাফল প্রকাশ করে। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘নির্ধারিত সেগমেন্টে কঠোর বাজার পরিস্থিতি ও প্রতিযোগিতামূলক পরিবেশ সত্ত্বেও ২০১৭ সালের প্রথম ছয় মাসে আমরা ভাল ফলাফল অর্জন করেছি। এজন্য আমরা আনন্দিত।’তিনি আরও বলেন, ‘ব্র্যাক ব্যাংক ২০১৬ সালে অর্জিত অসাধারণ প্রবৃদ্ধির গতিশীলতা অব্যাহত রেখেছে এবং দেশের সেরা ব্যাংক হবার অগ্রযাত্রায় দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।’ব্র্যাক ব্যাংক ২০১৭ সালের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি-জুনে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় কন্সলিডেটেড ভিত্তিতে ব্র্যাক ব্যাংক লিমিটেড-এরকর পরবর্তীমুনাফা প্রবৃদ্ধি হয়েছে ৩৯ শতাংশ।কন্সলিডেটেড ভিত্তিতে জানুয়ারি-জুন ২০১৭ সময়ে কর পরবতী মুনাফা হয়েছে ২৪২.১০ কোটি টাকা যা পূর্ববর্তী বছরের একই সময়ে ছিল ১৭৪.৬০ কোটি টাকা।জুন ২০১৭ এ শেয়ার প্রতি নেট এসেট ভ্যালু হয়েছে ২৭.৮৬ টাকা যা জুন ২০১৬ এর ছিল ২৬.১৫ টাকা। জানুয়ারি-জুন ২০১৭ সময়ে কন্সলিডেটেড ভিত্তিতে শেয়ার প্রতি আয় হয়েছে ২.৬৬ টাকা যা পূর্ববর্তী বছরের একই সময়ে ছিল ২.১০ টাকা।অনুষ্ঠানে দেশী ও বিদেশী বিনিয়োগ বিশ্লেষক ও পুঁজি বাজার বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ইন্টারনেটে সারসরি সম্প্রচার করা হয় যেখানে বিদেশী বিনিয়োগকারীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আর. এফ. হোসেন ব্যাংকের আর্থিক অবস্থা নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন এবং দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের নানা প্রশ্নের উত্তর দেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) জনাব আবদুল কাদের জোয়াদ্দার এবং উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংক সম্পর্কে:ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি ব্যাংক। বর্তমানে ১৮৬ট শাখা, ৪৬০টি’র বেশি এ.টি.এম., ৪৪৮টি এস.এম.ই. ইউনিট অফিস এবং ৬,৫০০ জনেরও বেশি জনবল নিয়ে এই ব্যাংকের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। ব্র্যাক ব্যাংক এখন আর্থিক খাতের সব ধরনের সেবাই প্রদান করে থাকে। বর্তমানে এ ব্যাংকের ১.৫ মিলিয়ন বা ১৫ লাখেরও বেশি গ্রাহক রয়েছে। বাংলাদেশে মাত্র ১৬ বছরের কার্যক্রমের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের সর্ববৃহৎ এস.এম.ই. অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ব্র্যাক ব্যাংক এখন রিটেইল, করপোরেট, এস.এম.ই, প্রবাসীসহ ব্যাংকিং-এর অন্যান্য ক্ষেত্রেও তার সেবা কার্যক্রম অব্যাহত রেখে চলেছে। ২০১৩ সালে ‘দ্যা এশিয়ান ব্যাংকার’থেকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ ‘বেস্ট ম্যানেজড ব্যাংক ইন বাংলাদেশ এওয়ার্ড’ লাভ করেছে ব্র্যাক ব্যাংক। ২০১০ সালে, ব্র্যাক ব্যাংক ফিন্যান্সিয়াল টাইম্সও আই.এফ.সি. কর্তৃক এশিয়ার বিকাশমান বাজারগুলোর মধ্যে সবচেয়ে টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। ব্র্যাক ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যাংক যেটি বিশ্বের সবচেয়ে টেকসই ব্যাংকসমূহের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক বা জোট দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জি.এ.বি.ভি.)-এর একটি প্রতিষ্ঠাতা সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!