পুলিশ কন্সটেবল থেকে হিরু পারভেছ
নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে কচুরিপানা আর ময়লা আবর্জনায় ঠাসা খাদে ডুবন্ত বাস থেকে একটি শিশুসহ প্রায় ২০ যাত্রীকে জীবিত উদ্ধার করে রীতিমত জাতীয় বীরে পরিণত হয়ে গেছেন হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ মিয়া।তার এই মহৎ কাজের স্বীকৃতি হিসেবে অর্থের পাশাপাশি পুলিশের সর্বোচ্চ পুরস্কার প্রাপ্তিতেও পারভেজের নাম পাঠানোর কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তিনি জানান, শুক্রবার উদ্ধার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা ও ডিআইজি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন পারভেজের জন্যে। পুলিশের সর্বোচ্চ সম্মাননা প্রাপ্তিতেও পারভেজের নাম পাঠানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার।স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে মতলবগামী যাত্রীবাহী বাস মতলব এক্সপ্রেস দাউদকান্দি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে তখন জীবন বাঁচানোর আর্তনাদ জানাচ্ছিল দুর্ঘটনা কবলিতরা। মুহূর্তেই মানুষের ভিড় জমে গেলেও কেউই আহতদের পাশে এগিয়ে আসছিলেন না। কেউ ছবি তোলা, কেউবা সেলফিতেই ব্যস্ত। মহাসড়কে কর্তব্যরত পারভেজ মিয়া দুর্ঘটনার শব্দে রাস্তা থেকে দৌড়ে আসেন। জীবনের মায়া না করে দ্রুতই নেমে পড়েন ডোবায়। পুরোপুরি ডুবে যাওয়া বাসটির সবগুলো গ্লাস ভেঙে দেন নিজের বুদ্ধিতে। ৭ মাসের একটি শিশুকে নিজ হাতে তুলে দেন উপরে। একে একে বেরিয়ে আসে আটকে যাওয়া প্রায় ২০ জন যাত্রী।উদ্ধার করতে গিয়ে হাত কেটে যায় তার। ব্যথাও পান শরীরের বিভিন্ন জায়গায়। পারভেজের সাহস আর বুদ্ধিমত্তার প্রশংসা ছড়িয়ে পড়ে সর্বত্র। আবর্জনাময় ডোবায় বিষাক্ত গ্যাসের আশঙ্কা করেন পারভেজ, তাই যদি না ফিরে আসেন তবে যেন পেছনে বাধা গামছা ধরে তাকে উদ্ধার করা হয় এমন কথা বলেই তিনি নেমে পড়েন উদ্ধার কাজে।ঘটনার প্রত্যক্ষদর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উদ্ধার অভিযানের সঙ্গে সঙ্গেই ৫ হাজার টাকা দেন পারভেজ মিয়াকে।দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী গাজীপুর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. সাইফুল ইসলাম সরকার রিপন বলেন, যেখানে বাসটি পড়েছে অন্তত ৫/৬ জন মারা যাওয়ার আশঙ্কা ছিল।আল্লাহর অশেষ রহমতে সবাই বেঁচে ফিরেছে।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পারভেজ জীবনের ঝুঁকি নিয়ে যে উদ্ধার কাজটি করেছেন তাতে আমাদের পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জল হয়েছে।কনস্টেবল পারভেজের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়। মুক্তিযোদ্ধা পিতার আদর্শ মাথায় রেখেই একবছর আগে যোগ দেন পুলিশ বাহিনীতে। তার সাহসিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও প্রশংসার ঝড় বইছে।