কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লাকসামে জলাবদ্ধ একটি ফসলের মাঠে নৌকায় চড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তরদা ইউনিয়নের নাড়িদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মোস্তফা কামালের মেয়ে তানিয়া সুলতানা (নিরা)(৯) এবং পাশের আতাকরা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে জান্নাতুল মাওয়া (৭) স্থানীয় এলাকাবাসী জানায়, গতকাল রবিবার সকালে নানার বাড়িতে বেড়াতে আসা জান্নাতুল মাওয়া খালা তানিয়া সুলতানা নিরাকে নিয়ে বাড়ির পাশের জলাবদ্ধ ফসলের মাঠে নৌকায় চড়ে শাপলা তুলতে যায়। ধারণা করা হচ্ছে, এ সময় অসাবধাণতার কারণে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে মারা যায় তারা। এদিকে পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক পর্যায়ে পানিতে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার সত্যতা স্বীকার করে লাকসাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।