ক্রীড়া ডেস্ক : ইতিহাস গড়তে যাচ্ছেন নেইমার। পেছনের সব রেকর্ড চুরমার করে বার্সা থেকে নেইমারকে উড়িয়ে নেওয়ার অপেক্ষায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কাতালান মহানায়ককে দলে ভেড়াতে ২২২ মিলিয়ন ইউরোর বাই আউট ক্লজ গুনতে হবে ফরাসি ক্লাবটিকে।এত বড় অঙ্কের হিসেব কষা যেকোনো দলের জন্যই কঠিন। কিন্তু পিএসজি মালিক নাসের আল-খেলাইফির নেইমারের জন্য প্রহর গুনছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস খেলাইফির উদ্ধৃতি ছেপেছে। ‘নেইমারের সাথে চুক্তিটা পথেই আছে। নেইমারকে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’এদিকে আজ মেডিক্যাল টেস্ট করতে কাতারে যাচ্ছেন নেইমার। সেখানেই ফরাসি ক্লাব পিএসজির কাতারি মালিক নাসের আল-খেলাইফির সাথে চুক্তির শেষটা পাক্কা করবেন নেইমার। আর দোহাতেই এদিন হবে নেইমারের মেডিক্যাল টেস্ট।
সোমবার চীনে নামে নেইমারের বিমান। উদ্দেশ্য, একটি চীনা কোম্পানির ব্যান্ড অ্যাম্বাসেডর হওয়া। তবে ট্রান্সফার নিয়ে ব্যস্ত নেইমার সময় দেননি তাদের। সেখানে নেইমারের সঙ্গে দেখা হয় অভিনেতা এবং মার্শাল আর্টিস্ট জ্যাকি চ্যানের। দুজন বেশ ছুটিয়ে আড্ডা দেন। নিজের ইনস্ট্রাগ্রামে সে আড্ডার ছবিও প্রকাশ করেছেন নেইমার। বললেন, ‘জ্যাকির সঙ্গে দারুণ একটা সময় কাটালাম।’তার আগে চীনা ভক্তদের ভালোবাসা জানিয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ‘ওয়েবো’তে এক বার্তায় নেইমার বলেন, ‘আমি নেইমার জুনিয়র, আমি এখন চীনে। আমার সকল ভক্তদের অনেক অনেক ভালোবাসা।’ ইংরেজি ভাষার পাশাপাশি চীনা ভাষায়ও মেসেজটি প্রকাশ করা হয়।উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। নেইমার কত টাকায় বার্সায় নাম লেখালেন সেটা প্রথম দিকে প্রকাশ করেনি ক্লাবটি। শুধু বলেছেন, নেইমার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন। সেদিন ব্রাজিলীয়ান তারকাকে স্বাগতম জানাতে ন্যু ক্যাম্পে হাজির হয়েছিল রেকর্ড পরিমাণ সাড়ে ৫৬ হাজার দর্শক।