www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

পাকিস্তানে যেতে না চাওয়ারা অন্য ম্যাচেও থাকবে না

ক্রীড়া ডেস্ক : এখন সংযুক্ত আরব আমিরাতে চলছে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজের অন্য সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তবে, শ্রীলঙ্কা দলের কিছু খেলোয়াড় পাকিস্তান সফর করার ব্যাপারে আপত্তি তুলেছে। কিন্তু দেশটির বোর্ড পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্তে অটল রয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখন চেষ্টা করছে খেলোয়াড়দের বিষয়টি বোঝানোর যে পাকিস্তানে ২৪ ঘণ্টার সফর অনিরাপদ হবে না। সেই সাথে বোর্ড এটাও জানিয়ে দিয়েছে যে, যারা লাহোরে যেতে চায় না তাদের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেই রাখা হবে না।

শ্রীলঙ্কা যদি একটি স্কোয়াডের নীতিতে অটল থাকে তাহলে তারা এই সিরিজে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে। কারণ, বর্তমান অধিনায়ক উপুল থারাঙ্গা ইতোমধ্যে পাকিস্তান সফরে যাবেন না বলে জানিয়েছেন।

দলটির প্রধান নির্বাচক গ্রায়েম ল্যাব্রয় বলেছেন, ‘বর্তমানে বোর্ড প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছে। সুতরাং, এখনও নিশ্চিত না যে এই সিরিজে কারা থাকছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!