পাকিস্তানে তেলবাহী ট্যাঙ্কার উল্টে শতাধিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানে তেলবাহী ট্যাঙ্কার উল্টে ১২৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পাঞ্জাব প্রদেশের বাহয়ালপুল জেলায় এই দুর্ঘটনায় কমপক্ষে ৭৫ জন আহত হয়েছে বলে জানায় পাকিস্তানভিত্তিক ডন নিউজ।পাঞ্জাবের ডেপুটি কমিশনার রানা মোহাম্মদ সালেম আবদুল বলেন, কিছু মরদেহ এমন খারাপভাবে পুড়েছে যে সেগুলো চিহ্নিত করা হয়তো সম্ভব হবে না।পাকিস্তানের আইএসপিআর-এর পক্ষ থেকে মেজর জেনারেল আসিফ গফর বলেন, ঘটনাস্থল, হাসপাতাল ও বার্ন সেন্ট্রারে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে।’রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, তেলবাহী ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি ছিদ্র হয়ে যায় এবং সেখান থেকে তেল পড়তে থাকে। আশেপাশের লোকজন তেল সংগ্রহ করতে সেখানে ভিড় জমালে এক পর্যায়ে এটিকে আগুন ধরে যায়।সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছায় অগ্নি নির্বাপক দল। অগ্নি নির্বাপক দলের দুইটি ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে শোনা যায়। আগুনে কমপক্ষে ছয়টি গাড়ি ও ১২টি মটরসাইকেল ক্ষতিগ্রস্থ হয়েছে।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ঘটনার ছবি দিয়ে এটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করছে।