www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

পাওনা টাকা নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আবদুর রউফ (৪৫)। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামের উত্তরপাড়া মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রউফ ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে উত্তরপাড়া মহল্লার মৃত আবদুল হানিফের গোষ্ঠীর সঙ্গে জুনুর মিয়া গোষ্ঠীর লোকজনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিক উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবদুর রউফ মারা যান।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে।

নবীনগর থানার পরিদর্শক তদন্ত নাজির আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!