চট্টগ্রামের পতেঙ্গায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শফিকুল ইসলাম শরীফ নেত্রকোনার কেন্দুয়া এলাকার আবুল কালামের ছেলে।
রোববার বিকেলে পতেঙ্গার র্যাব-৭ এর গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শরীফ। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
নগর পুলিশের ওসি (বন্দর) অলক বিশ্বাস বলেন, ছুরিকাঘাতে শরীফের মৃত্যু হয়েছে বলে জেনেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।