www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

নাশকতা প্রতিরোধে মাঠে আছে এবং থাকবে কুমিল্লার ছাত্রলীগ, ছাত্রনেতা মো. সোহাগ মাহমুদ

 গতকাল নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছি গ্রামবাসীর উদ্যােগে গান্দাছি প্রিমিয়ারলীগ ফুটবল খেলার ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এই সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলার যুবলীগ নেতা ও বাঙ্গড্ডা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও কুমিল্লা জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ছাত্রনেতা মো. সোহাগ মাহমুদ, স্থানীয় ইউপি সদস্য এছাক মেম্বারের সভাপতিত্বে এবং বাঙ্গড্ডা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাকিলের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাঙ্গড্ডা বাজারের ব্যবসায়ী শাহীন আলম, খোরশেদ আলম, শুভপুর ইউনিয়নের ১ নং ওর্য়াডের মেম্বার কাজি ছালে আহম্মেদ, গাজিউল হক ইন্জিনিয়ার, বজলের রহমান, জাবেদ, মাসুদ রানা, শেখ আহম্মেদ, সোহাগ, হৃদয়, নাজমুল, শাকিল মোল্লা, সহ নেতৃবৃন্দ। এই সময়ে প্রধান বক্তা বলেন ফুটবল গ্রাম বাংলার একটি জনপ্রিয় খেলা, সকল শ্রেণী পেশার মানুষ এখনো ফুটবল খেলা দেখে। মানসিক বিকাশের জন্য খেলা ধুলার প্রয়োজন আছে, তাই সকল সময়ে আমরা খেলাধুলার জন্য সহযোগিতা করে আসছি, ভবিষ্যৎ করবো।তবে মাদক নেশা জাতীয় দূব্য থেকে যুব সমাজ কে দূরে রাখতে হবে, যুব সমাজ কে মাদকের আগ্রাশন থেকে রক্ষা করতে হবে। তিনি বলেন আগামী কাল একটি রায় কে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীরা দেশ কে অস্থিশীল করার চেষ্টা করছে , তারা যদি রাজপথে কোন নাশকতার চেষ্টা করে তাহলে ছাত্রলীগ অতিথের মত মাঠে থেকে সকল প্রকার নাশকতা মোকাবেলা করতে প্রস্তুত। দেশ ও দেশের মানুষের জীবন যাত্রা ব্যহত করতে দেয়া হবে না। প্রয়োজনে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে রাজপথে থেকে পুলিশ কে সহয়তা করবে ছাত্রলীগ। দেশের মানুষ কে দূর্নীতির বিরুদ্ধে সোচ্ছার হতে তিনি আহবান জানান। কে ও বিচারের উদ্ধে নয়, অপরাধী যত বড়ই হোক, আইনের হাত তার চেয়ে আরো বেশী বড়। এই রায়ের মধ্যে দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে তিনি জানান। খেলায় অংশগ্রহণ করেন সাকসেস স্টার বনাম কাতেম আলী ফুটবল একাদশ। হাতিম আলী কে ৫ গোল দিয়ে বিজয়ী হয় সাকসেস স্টার। বিজয়ী দল কে ১ লক্ষ টাকা এবং রার্নাস আপ কে একটি কালার এলইডি টিভি দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!