নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলার কেন্দ্র গুলোতে সুষ্ঠ, শান্তিপুর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা চলছে।
গতকাল বুধবার উপজেলার ময়ূরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ও ঢালুয়া সরাকরী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গুরে দেখা যায়, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে। এবার উপজেলার ১৭টি কেন্দ্রে প্রাথমিক ৮ হাজার ৩শ ৫০ জন, ইবতেদায়ী ১ হাজার ৬শ ৮৫ জন, সবমোর্ট ১০ হাজার ৩৫ জন পরীক্ষা দিচ্ছে।
ময়ূরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ওবায়েদুল হক চৌধুরী জানান, অন্যান বারে চেয়ে এবার এলাকার সচেতন নাগরীদের নিয়ে শান্তিপুর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং কোন ধরনের অপৃত্তকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনী ব্যাবস্থা নেয়া হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার আল আমিন জানান, এবার অন্যান বারের তুলনায় শান্তিপুর্ণ ভাবে ১৭টি কেন্দ্রে পরীক্ষা চলছে।