স্টাফ রিপোর্টার :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় প্রশাসনের নাকের ডগায় ২টি শিশু গাছ প্রকাশ্যে কাটলো দুর্বৃত্তরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসার্স ক্লাবের উপরে পরে থাকা অবস্থায় বড় বড় দুটি শিশু গাছ কাটছে করাত মিলের শ্রমীকরা। তারা জানান, নির্বাহী অফিসারের নির্দেশে গাছ গুলো কাটা হচ্ছে। বন বিভাগের কর্মকর্তাকে না পেয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একটি সূত্রে জানায়, বিনা টেন্ডারে প্রভাবশালী ব্যাক্তিরা গাছ গুলো কাটাচ্ছে।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী জানান, গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না।