কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ জামাল, শেখ কামাল এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে রোববার পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন, উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আব্দুল মালেক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র আব্দুল মালেক বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন গত ২৩ মার্চ রাতে পৌরসভার হরিপুর গ্রামে তার ভাই কাউন্সিলর প্রার্থী শাখাওয়াত হোসেন শাহীনের নির্বাচনী উঠান বৈঠকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ জামাল, শেখ কামাল এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তি করেন। যাহা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি এ নিয়ে আনোয়ার হোসেন নয়ন ও তার ভাইয়ের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করি। এছাড়া এ ঘটনায় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। আমি এ ঘটনায় আনোয়ার হোসেন নয়নকে দ্রুত গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।