নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোটে দৈনিক ভোরের ডাকের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি এ.এফ.এম শোয়ায়েবের সভাপতিত্বে ও দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি রতন মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভার মেয়র মো. আবদুল মালেক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- নাঙ্গলকোট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এএইচএম আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক বারী উদ্দিন আহমেদ বাবর, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ বাহার, সাংবাদিক মো. ওমর ফারুক, শরীফ আহমেদ মজুমদার, মো. রেজাউল করিম রাজু প্রমূখ। এছাড়াও ওই অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি দৈনিক ভোরের ডাকের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।