www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

নাঙ্গলকোটে জেলা পুলিশের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

নাঙ্গলকোট প্রতিনিধি:
“মাদক প্রতিরোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতাই বেশী জরুরী” শীর্ষক বিষয়ে কলেজ পর্যায়ের ২য় আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও কুমিল্লা ভিক্টোরিয়া বিতর্ক পরিষদের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মর্ডারেটরের দায়িত্ব পালন করেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ূব।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিতর্ক পরিষদের সাধারণ সম্পাদক মো: তানজিত ইসলাম হিমেল, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আনোয়ারুল আজিম, পাঠাগার সম্পাদক আহম্মদ উল্লাহ, যুগ্ম অফিস সম্পাদক আব্দুস সালাম, সদস্য মো: মোজাম্মেল হক ভূঁইয়া, পরে নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ আইয়ূবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট সরকারী কলেজের অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবু ইউছুপ, বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন, মন্তলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম, এসআই সালাদ্দিন ও মিজান প্রমূখ।
ওই প্রতিযোগিতায় উপজেলার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারী অনার্স কলেজ, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ, বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ, মন্তলী স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এরমধ্যে মন্তলী স্কুল এন্ড কলেজ বিজয় লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!