নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে আদম ব্যাপারী মো: মনির আহম্মদ ভূঁইয়ার শালিস করায় মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এতে হতাশায় রয়েছে শালিসের সভাপতি ও বাদী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০১৬ সালে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার মাইলাকান্দা গ্রামের মৃত. হারুন রশিদ ফকিরের ছেলে আলমগীর হোসাইনকে বিদেশ নেওয়ার কথা বলে নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির মাহিনী গ্রামের মো: আমিন উল্লাহর ছেলে আদম ব্যাপারী হাফেজ মো: মনির আহম্মদ ভূঁইয়া, আলমগীর হোসেনের কাছ থেকে তার কর্মস্থল সদর দক্ষিণ উপজেলার যুক্তিখোলা বাজারে স্থানীয় লোকজনদের স্বাক্ষী রেখে ৩ লাখ ৫০ হাজার টাকা নেয়। পরে মনির একটি ওমানের ভিসা দেয় আলমগীরকে। সে ওমান চলে যায়। এরপর মালিক একসাপ্তাহের মধ্যে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। পরে এ নিয়ে একটি শালিস বসে, এবং ৩ লাখ টাকা জরিমানা করে। পরে আদম ব্যাপারী মনির রূপালী ব্যাংক ভূচ্চি বাজার শাখার ৩ লাখ টাকার একটি চেক প্রদান করে। ব্যাংকে টাকা না থাকায় চেকটি বাতিল হয়।
পরে গত ১৬ আগস্ট ২০১৬ সালে আলমগীর বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার সমন পাওয়ার পর অভিযুক্ত মনির ক্ষিপ্ত হয়ে কুমিল্লার আদালতে শালিসের বিচারক ও বাদীকে চেক চুরির মামলা করে। মামলাটি বিচারক খারিজ করে দেয়। পরে আলমগীরের যুক্তিখোলা বাজারের ফল দোকানে ইয়াবা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করলে বাজারের ব্যাবসায়ীদের প্রতিবাদের মুখে পুলিশ তাকে ছেড়ে দেয়।
এরপর ২ আগস্ট ২০১৭ সালে আদম ব্যাপারী মনির তাদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি নাঙ্গলকোট থানাকে তদন্তের নির্দেশ দেয়। আবার গত ৮ আগস্ট ২০১৭ সালে আদালতে আরো একটি মামলা দায়ের করেন। এই তিনটি মামলার আসামী ওই শালিশের বাদী মো: আলমগীর হোসেন, শালিশের সভাপতি মাহবুবুর রহমান মেম্বার, বিচারক কবির ও আব্দুল মজিদ।
এ ব্যাপারে শালিসের সভাপতি মাহবুবুর রহমান মেম্বার জানান, ওই শালিসে মনিরের ৩ লাখ টাকা জরিমানা করে বিচারকগণ। এরপর থেকে আমরা যারা শালিসে ছিলাম আমাদেরকে আসামী করে এই পর্যন্ত ৩টি হয়রানি মূলক মামলা করে এবং আরো মামলা দেওয়ার হুমকি দেয়। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। তাই তিনি মামলা প্রত্যাহারের দাবী জানান। অভিযুক্ত মনির হোসেন বলেন, যেটা সঠিক সেটাই আমি করেছি।
এ বিষয়ে গতকাল বুধবার এস আই সালাদ্দিন জানান, মামলার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।