নলছিটি প্রতিনিধি : ঝালকাঠীর নলছিটি উপজেলার গোপালপুর গ্রামে রাবেয়া বেগম (১৯) নামের এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।একাধিক সূত্রে জানাগেছে বুধবার রাত সারে ৯ টার দিকে রাবেয়া তার স্বামীর বাড়ির পাটাতনের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে অভিযোগ উঠেছে গোপালপুর গ্রামের আবুতাহেরের ছেলে আল-আমিন (২৮) এর সাথে বিয়ের পর থেকেই রাবেয়ার দামপত্য কলহ চলে আসছিল। রাবেয়ার স্বামী ও শাশুরির অমানুষিক অত্যাচার সইতে না পেরেই রাবেয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছে।এমর্মে নলছিটি থানায় একটি মামলা করা হয়েছে। মামলার তদন্তকর্মকর্তা এস আই বিপ্লব মিস্ত্রি জানান রাবেয়ার লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠী মর্গে প্রেরন করা হয়।