www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

নতুন মুদ্রানীতি ঘোষণা ২৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক আগামী ২৬ জুলাই ২০১৭-১৮ অর্থ বছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৬ জুলাই সকালে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতি তুলে ধরবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ।সতর্কতামূলক অবস্থান বজায় রেখে এবং বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মূল্যস্ফীতি প্রভৃতিকে গুরুত্ব দিয়ে এবারের মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে বলে জানান শুভঙ্কর সাহা। তিনি বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতিতে আমরা বড় ধরনের কোনো পরিবর্তন আনব না।’মুদ্রানীতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট এবং রাজস্ব নীতি অনুসারে মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করা হবে। তিনি জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই নীতিকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে অর্থনীতিবিদ, বিভিন্ন উদ্যোক্তাদের সাথে আলোচনা করা হয়েছে।রাজি হাসান বলেন, ‘উদ্যোক্তাদের কাছ থেকে ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাবনা এসেছে। সেসব পরামর্শ বিশ্লেষণের পরে আমরা মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!