নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজশাহীতে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জিয়া (৪০)। তার বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিনাকুলিতে। জিয়া দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীতে বাসা ভাড়া করে বাস করছেন। তিনি একজন বিস্কুট ব্যবসায়ী।গত ২৯ আগস্ট জিয়ার বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা হয়। তার স্ত্রী মাজেদা বেগম ওরফে মালা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।মামলায় অভিযোগে বলা হয়, গত ২৩ আগস্ট রাত ১টার দিকে জিয়া তার সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন।মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আট বছর আগে জিয়ার সঙ্গে মালার দ্বিতীয় বিয়ে হয়। নতুন সংসারে মালার কাছেই থাকতে শুরু করে মালার আগের স্বামীর ঘরের একটি মেয়ে। এখন মেয়েটির বয়স ১০ বছর। এ ছাড়া জিয়া ও মালার ঘরে পাঁচ বছরের একটি ছেলে সন্তান আছে। তাদের নিয়ে জিয়া নগরীর বিহারী কলোনিতে একটি ভাড়া বাসায় থাকতেন।গত ২৩ আগস্ট রাতে আলাদা একটি ঘরে ঘুমিয়ে ছিল মেয়েটি। গভীর ঘুমে ছিলেন জিয়ার স্ত্রীও। এ সময় জিয়া তার সৎ মেয়ের ঘরে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা শুরু করেন। তখন মেয়েটি চিৎকার শুরু করে। এতে ঘুম ভেঙে যায় মালার। তিনি জিয়াকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় বিষয়টি গোপন রাখার জন্য জিয়া তার স্ত্রীকে হুমকি দেন।লজ্জায় ও ভয়ে মালাও বিষয়টি কারো কাছে প্রকাশ করেননি। তবে তার সংসারে চরম অশান্তি নেমে আসে। এ নিয়ে জিয়া বাড়ি থেকে চলে গিয়ে সুজানগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে আলাদাভাবে থাকতে শুরু করেন। পরে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ২৯ আগস্ট থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন মালা।ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন জিয়া। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নগরীর সুজানগর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা শাহমখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন বলেন, ‘মামলা করতে বিলম্ব হওয়ায় মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়নি। তবে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহিদুল ইসলামের কাছে মেয়েটি জবানবন্দি দিয়েছে। সেখানে সে অভিযোগ করেছে, তার সৎ বাবা তাকে ধর্ষণের চেষ্টা করেছে।’এসআই মমতাজ উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য জিয়াকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।