ক্রীড়া ডেস্ক : ২০১৬ সালের এশিয়া কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফ ম্যাচে ভুটানের কাছে হারার ১৭ মাস পরে মঙ্গলবার আবারও মাঠে নামছে বাংলাদেশের ফুটবলাররা। লাওসের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে মাঠে নামছে লাল-সবুজরা। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে বাংলাদেশ সময় বিকাল ৫টায় ম্যাচটি শুরু হবে।
অনেকদিন ধরে ফিফা আন্তর্জাতিক ম্যাচের বাহিরে থাকায় লাওসের চেয়ে র্যাকিংয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯৭তম স্থানে। অন্যদিকে, স্বাগতিক লাওস আছে ১৮৩তম স্থানে।
তবে কয়েকদিন আগে হওয়া প্রস্তুতি ম্যাচগুলোতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুণ। তাই লাল-সবুজদের নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু অর্ডও। দলের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘এ পর্যন্ত প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা যেভাবে খেলেছি সেটাই মাঠে প্রয়োগ করতে হবে। ম্যাচ নিয়ে আমাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে হবে।’
অনেকদিন খেলার বহিরে থাকায় মানসিক ভাবে অনেক পিছিয়ে ছিল বাংলাদেশ। সে বিষয় নিয়ে কোচ বলেন, ‘আমরা যখন শুরু করেছিলাম, তখনকার চেয়ে বর্তমানে ছেলেদের মানসিক অবস্থা অনেক উন্নত। অতীতে খেলোয়াড়দের যে খারাপ দিকগুলো ছিল, সেটা কাটিয়ে ওঠার জন্য তারা অনেক পরিশ্রম করেছে।’
দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার তপু বর্মণও লাওসের বিপক্ষের ম্যাচ নিয়ে আশাবাদী। তিনি বলছেন, ‘আজকের ম্যাচটির জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। ম্যাচটির জন্য সবাই এখন পুরোপুরি প্রস্তুত। আশা করি, লাওসের বিপক্ষে ম্যাচটি জিতে দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে পারব।’