গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা যায়, বুধবার দুপুরের পলাশবাড়ীর পাশ্ববত্তী থানা ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরে উপজেলা পরিষদের সামনে স্পিড ব্রেকারের উপরে মটরসাইকেলর সঙে মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হলে রাসেল গুরুতর আহত হন। স্থানীয়রা তাতে তাৎক্ষনিক ওসামানপুর হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় ।
নিহত রাসেল পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন দুলুর বড় ছেলে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহতের বিষয়টি নিশ্চিত করেন।