www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

দুর্নীতিমুক্ত দেশ গড়তে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘কোনো দেশই রাতারাতি দুর্নীতিমুক্ত হতে পারে না। তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতিমুক্ত দেশ গড়তে খুব বেশি সময় লাগে না।’

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান এ কথা বলেন। অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

স্বাগত বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘দুর্নীতি শাস্তিযোগ্য অপরাধ, এরপরও এদেশে অনেক দুর্নীতি হচ্ছে। শুধু মুখে দুর্নীতি প্রতিরোধের কথা বলে দুর্নীতি হ্রাস করা সম্ভব হবে না। দুর্নীতি প্রতিরোধে সরকারের রাজনৈতিক সদিচ্ছার কার্যকর প্রয়োগ করতে হবে। তবেই আমাদের দেশ একদিন দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেস্টেইন বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও যুক্ত করার বিষয়ে জোর দিতে হবে। দুর্নীতি প্রতিরোধে আজকে তরুণদের মাধ্যমে দুর্নীতিবিরোধী যে কার্টুন প্রতীকী হিসেবে দেখানো হচ্ছে সেটাও ভূমিকা রাখতে পারে। মানুষকে আকর্ষণ করার ক্ষেত্রে একটা কার্টুন হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী। তাই দুর্নীতি প্রতিরোধে কার্টুনও কার্যকরী ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ড্যানিশ দূতাবাসের রেফিকা হেইতা বলেন, ‘বাংলাদেশের তরুণরা এই দেশের শক্তি। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক বেশি সংখ্যক তরুণের বসবাস। তরুণদের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে টিআইবির এই ধরণের উদ্যোগ নিশ্চয় বড় ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের।

কার্টুন প্রতিযোগিতায় গ্রুপ এ-তে (১৩ থেকে ১৮ বছর) প্রথম হয়েছে ফারহান লাবিব হোসেন, দ্বিতীয় হয়েছে দাহির আল হোসেন মাহি ও তৃতীয় হয়েছে মাহাতাব রশীদ। গ্রুপ বি-তে (১৯ থেকে ২৫ বছর) প্রথম হয়েছেন প্রসুন হালদার, দ্বিতীয় হয়েছেন মমিতুর রহমান এবং তৃতীয় হয়েছেন নাইমুর রহমান।

চিত্র প্রদর্শনীতে প্রথম হয়েছেন আখলাক উদ্দিন, দ্বিতীয় হয়েছেন হসনি রামাইয়া ও তৃতীয় হয়েছেন মাহফুজা আনোয়ার। বিজয়ীরা প্রত্যেকে পদক, সনদ ও সম্মানী পেয়েছেন।

কার্টুন প্রতিযোগিতায় বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য্য, উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবিব ও ডেইলি স্টারের উপ-সম্পাদক শাহরিয়ার খান।

ফটোগ্রাফি প্রতিযোগিতার বিচারক ছিলেন ফ্রিল্যান্স আলোকচিত্রী তাসলিমা আক্তার, মোহাম্মাদুর রহমান ও আবির আব্দুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!