ফকিরহাট সংবাদদাতা : হিন্দু ধর্মের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা আসন্ন। এখন জমে উঠেছে ফকিরহাটের সর্বত্র পূজার বাজার। কেনাকাটার ভিড় পড়েছে এখানকার ছোট বড় কাপড়, কসমেটিক্স, জুতা ও দর্জির দোকান গুলোতে। যতই পূজা ঘনিয়ে আসছে ততই যেন দোকানদাররা নতুন নতুন ষ্টাইলের শাড়ি, থ্রি-পিচ, বিভিন্ন রকম পাঞ্জাবি, শাট ও ছোট ছেলেÑমেয়েদের পোশাক দিয়ে দোকান সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে। বাজারের বড় বড় দোকান গুলোতে ক্রেতারা ছুটছেন আগে ভাগেই পছন্দ সই পোশাক বাগিয়ে নিতে। পূজার কেনা-কাটায় তরুণীরা সব সময়ই এগিয়ে থাকেন। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। মেয়েরা পুরো মাত্রায় কেনাকাটা শুরু করে দিয়েছেন। বিভিন্ন ছিট কাপড়ের দোকান আর দর্জি বাড়ি গুলোতে ছুটতে শুরু করেছে। ফকিরহাট সদর বাজার ও মানসা বাজার, নওয়াপাড়া, কাটাখালী, বেতাগা, লখপুর, গাবখালী, ফলতিতা সহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অন্যান্য বছরের মত এবারও বিভিন্ন দোকানে নানা রকম শাড়ী, দেশী-বিদেশী থ্রি পিচ ও বিভিন্ন প্রকারের কাপড় উঠিয়েছে দোকানীরা। এদিকে আসন্ন পূজাকে সামনে রেখে কিছু কিছু দোকানে পোশাক ও জিনিস পত্রের দাম বাড়িয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ফলে অনেক দোকান নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা এড়িয়ে চলছেন বলে জানা যায়। অপরদিকে ব্যস্ত সময় কাটছে বুটিকস্ শাড়ি ঘরের লোকজনের। সম্প্রতি অবিরাম বৃষ্টির ফলে বিক্রয় একটু হ্রাস পেলেও বর্তমানে ক্রেতা ও বিক্রি েেথমে নেই। এছাড়া স্বর্নের মূল্য বেশী থাকায় তরনীরা ঝুকে পড়েছে ইমিটেশন ও কসমেটিক্স দোকান গুলোতে। সরেজমিন ঘুরে দেখা যায়, কোন কোন দোকানে এতোই ভীড় পরিলক্ষিত হচ্ছে যে, দোকানীরা দোকান ছেড়ে উঠার সময় পাচ্ছেনা। অনুরুপ পিছিয়ে নেই জুতার দোকান গুলোতে বিক্রি। জামাÑকাপড় ও কসমেটিক্স এর পাশাপাশি তারা ক্রেতারা ছুটছে জুতার দোকানে। এবার বয়স্ক লোকের পাশাপাশি কমলমতি ছেলেÑমেয়েদের জুতা কেনায় ব্যস্ত তাদের অভিভাবক। পছন্দ হলেই হলো মুল্যটা বিষয় নয় তাদের কাছে শুধু বাচ্চাদের পছন্দ এর মূল্য বলে জানা যায়। এদিকে তরুনী ও কিশোরী সহ ছোট ছোট মেয়েরা ছুটছে বিভিন্ন বিউটি পার্লারে। তাদের বর্তমানে অতি ব্যস্ততার মধ্যে সময় কাটছে। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই সকাল থেকে সন্ধা পর্যন্ত সারাদিনই তুরুনীরা তাদের চুলের ফ্যাশন, রূপ চর্চা সহ বিভিন্ন ধরনের রুপের সাজ-সজ্জা করতে আসে। অন্য বছরের তুলনায় এবছর তাদের ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।