বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর বলে পরিচিত দিল্লীতে বায়ু দূষণের মাত্রা গতকাল মঙ্গলবার এই মৌসুমে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পুরো শহর সকাল থেকে ঘন ধোঁয়াশার চাদরে ছেয়ে যাওয়ার পর ভারতের মেডিক্যাল অ্যাসোসিয়েশন পরিস্থিতিকে জনস্বাস্থ্যের জন্য ‘ইমার্জেন্সি’ বলে ঘোষণা করেছে।
দিল্লী সরকারও জানিয়েছে, তারা স্কুল-কলেজ সব আপাতত বন্ধ করে দেয়ার কথা ভাবছে। আজ বুধবার কিছু স্কুল বন্ধ থাকবে। আপদকালীন ব্যবস্থা হিসেবে শহরে গাড়ির পার্কিং ফি চারগুণ বাড়িয়ে দেয়া হয়েছে। গতকাল সকালে পুরো শহর ঘন ধোঁয়াশায় ছেয়ে গিয়েছিল। দিল্লীর বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, এ জিনিস তারা বহুদিন দেখেননি। সব মিলিয়ে পরিস্থিতি যে অত্যন্ত মারাত্মক, সরকারকে চিঠি লিখে সকালেই সে ব্যাপারে সতর্ক করে দেয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।