চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে ১৭ কেজি ভারতীয় রুপা’র গহনা আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি। গতকাল মঙ্গলবার সন্ধায় এই গহনা আটক করা হয়।
বুধবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা- ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল রাশিদুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই সীমান্তে ৯১ নং মেইন পিলারের ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে মঙ্গলবার সন্ধায় অভিযান চালায়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ভারতীয় তৈরী ১৬ কেজি ৯৫০ গ্রাম ওজনের রুপা’র গহনা ফেলে ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যাক্ত অবস্থায় উক্ত গহনাগুলো আটক করেন। তিনি আরও জানান, আটককৃত রুপার গহনার বাজার মূল্য ২৯ লাখ ১৪ হাজার ৫ শ’ টাকা।