দামুড়হুদায় স্ত্রীর হাতে ধারালো অস্ত্র দ্বারা স্বামী জখম
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামে ব্র্যাকের কিস্তির টাকা দেওয়াকে কেন্দ্র করে নাসিমা খাতুন তার স্বামী ইদ্রিস আলি কে(৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। ইদ্রিস আলী একই গ্রামের মৃত্যু ইসলাম মন্ডলের ছেলে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ীতে এই ঘটনা ঘটে।
আহত ইদ্রিস আলী জানান, সম্প্রতি তারা দামুড়হুদা কুড়ালগাছি ব্র্যাক শাখা থেকে লোন নেয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলার দামুড়হুদা কুড়ালগাছি ব্র্যাকের লোকজন কিস্তির ২হাজার ৫শত টাকা আনতে গেলে তাদের ২৪শত টাকা জোগাড় করলে ও ১শত টাকা কম হয়। এতে স্মামী-স্ত্রীর মধ্যে কথা কাটা কাটি হয়। এর এক পর্যায়ে স্ত্রী নাসিমা ক্ষীপ্ত হয়ে তার স্বামী ইদ্রিস আলীকে চুল ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধারালো হাসুয়া দিয়ে মাথায় ও হাতে কোপ মেরে রক্তাক্ত জখম করে। এতে ইদ্রিস আলীর মাথায় ও হাতে ৮টি সেলায় হয়েছে বলে জানায়। এব্যাপারে ইদ্রিস আলী তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে বলে জানান। ইদ্রিস আলী আরো জানান তার স্ত্রী এর আগেও তাকে কয়েক বার মার ধর করেছে।