চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিবন্ধী ও বিধবা ভাতার কার্ড বিতরন করা হয়েছে। ৪২জন প্রতিবন্ধী ও ৯ জন বিধবার হাতে কার্ড তুলে দেওয়া হয়। বুধবার সকালে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষধ হল রুমে এই কার্ড বিতরন করা হয়।
বুধবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রফিকুল হাসান উপস্থিত থেকে ১৭জন পুরুষ ও ২৫ জন মহিলার হাতে প্রতিবন্ধির ভাতার কার্ড তুলে দেন। একই সময় উপজেলা নির্বাহী অফিসার ৯ জন বিধবা মহিলার হাতে বিধবা ভাতার কার্ড দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন,ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যগনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।