স্টাফ রিপোর্টারঃ জেলার নাঙ্গলকোট উপজেলার ৩০ দরিদ্র স্কুল ছাত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিট। শুক্রবার বিকেলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শীতার্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল এবং গরীব অসহায় দুস্থদের নগদ অর্থ বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাঃ এ.কে.এম কামারুজ্জামান খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক ডিজি একেএম রফিকুজ্জামান খাঁন, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট এ.আর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের আবু, নাঙ্গলকোট পৌরসভার মেয়র মো. আবদুল মালেক ও নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম।
ওই অনুষ্ঠানে নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিটের সভাপতি মো. শাফায়েত হোসেন বড় সাফার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ময়ূরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভার কাউন্সিলর এমরান হোসেন বাহার, কুয়েত প্রবাসী ব্যবসায়ী আবুল কাসেম, সমাজসেবক রেয়াজুল হক রেজু, উপজেলা যুবলীগের সদস্য মো. আফজালুর রহমান, প্রবাসী কল্যাণ ইউনিটের সহ-সভাপতি মাঈন উদ্দিন, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান সাজু, প্রচার সম্পাদক শাহপরান মজুমদার, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, মো. মাছুম বিল্লাহ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সভাপতি ইব্রাহিম ভূঁইয়া, রোটারী ক্লাব নাঙ্গলকোটের প্রেসিডেন্ট শাহ খোরশেদ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ খ.ম জিল্লুর রহমান, ফরিদা ইয়াছমিন প্রমূখ।
ওই অনুষ্ঠানে ৩০ জন স্কুল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সনদ ও শিক্ষা সামগ্রী বিতরণ ও শীতার্থ ৩০ জন অসহায়কে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় আবেদনকারী ২০ জনের মাঝে নগদ ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিটের সভাপতি মো. শাফায়েত হোসেন বড় সাফা ও সাধারণ সম্পাদক হাসানুজ্জান দাদা ভাই জানান, এই অনুষ্ঠানে ৩০ জন স্কুল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সনদ ও শিক্ষা সামগ্রী বিতরণের মধ্যদিয়ে আমরা তাদের ভবিষ্যত লেখাপড়ার দায়িত্ব নিলাম। আশা করি তাঁরা লেখাপড়া করে বাংলাদের গর্বিত নাগরিক হিসেবে পৃথিবী জুড়ে আলোর দ্যূতি ছড়াবে।