তালা (সাতক্ষীরা)প্রতিনিধি : নগরঘাটা চাইল্ড ডেভেলপমেন্ট স্পন্সরশীপ প্রোগ্রাম(বিডি-৩৪০) এর আয়োজনে শিশুদের পুষ্ঠি প্যাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নগরঘাটা এল সিসি চেয়ারম্যান সিডিএসপি মিঃ শিমসন বৈদ্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন, ০২ নং নগরঘটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, , রেভাঃ যোনাথন লিতু মুন্সী-ভাইস চেয়ারম্যান, বিএজিসি, উইলিয়াম লিয়ন বিশ্বাস-পিএফ, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মেম্বর ও প্রজেক্টের সকল কর্মী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভাশেষে ২০৯ জন নিবন্ধকৃত শিশু ও ২০৭টি পরিবার রয়েছে। শিশুদেরকে শিক্ষা, শারিরীক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সার্বিক উন্নয়ন করে থাকে। অতিথিরা শিশুদের মাঝে পুষ্টিপ্যাক, হরলিক্স ও ডিপ্লোমা গুড়ো দুধ, স্বাস্থ্য সরঞ্জাম, সাবান শ্যাম্পু, ওয়াশিং পাউডার, শিক্ষা উপকরন, খাতাও কলম শিশুদের মাঝে প্রদান করেন।
উইলিয়াম লিয়ন বিশ্বাস বলেন, আমাদের জায়গা খুবই ছোট। শিশুদের যথেষ্ট পরিমান ক্লাশ রুম নেই। তাই একটি বিল্ডিং করতে চাই। কিন্তু যথেষ্ট পরিমান অর্থ আমাদের নাই। বিল্ডিংটি করতে পারলে আমরা আরো অনেক শিশু ও পরিবারকে সেবা দিতে পারবো।