তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার সদর ইউনিয়নের মোবারাকপুর গুচ্ছগ্রামের মাদক ব্যবসায়ী আবুল মোড়ল ,গাজা ও ইয়াবা স্বর্গরাজ্যো কায়েম করে চলেছে। আবুল গাজা ও ইয়াবা নামক বিষাক্ত মাদক ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়, ফলে এলাকার উঠতি বয়সের যুবকরা ধ্বংসের পথে চলে যাচ্ছে। এছাড়া এলাকায় চুরি ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে।
এ ব্যাপারে এলাকাসীর সাথে কথা হলে তারা জানান, আবুলের মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব নয়। কারণ ঐ মাদক ব্যবসায়ী আশরাফুল স্থানীয় প্রভাবশালী নেতাদের ম্যানেজ করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।তালা থানার হাফ কি:মি ভিতর চলছে তার অবৈধ ব্যাবসা ।
তারা আরো অভিযোগ করেন , কখনও এই এলাকায় অভিযান চালালে আগে থেকেই সে জেনে যায়। ফলে আশরাফুল প্রশাসনের লোক জন আসার আগেই গোপন স্থানে গা ঢাঁকা দেয়। কয়েকদিন আগে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল দেন ও এর আগেও বহুবার জেল খেটেছে সে । তবুও জেল থেকে এলাকায় এসে এই মরণ ব্যবসা চালায়। খোঁজ নিয়ে জানা যায় মাদক ব্যবসায়ী আবুল সহ তার স্ত্রী ,কন্যা ,জামাইরা এই ব্যাবসার সাথে সংযুক্ত । গত কিছু দিন আগে তার এক জামাই গাজা সহ ধরা পরে পরবর্তিতে প্রশাসনকে ম্যানেজ করে বেরিয়ে যায় । তার এই ব্যাবসা ছাড়া অন্য কোন ব্যাবসা নেই ,নিয়ামতবাড়ি এলাকায় মাদক সেবীদের কাছে পৌছে দেয়। এছাড়াও সে মাদকের বড় বড় চালান এলাকায় নিয়ে এসে নিরাপদ স্থানে নদীর মাঝে নৌকাতে,নিচের বাাড়র বিভিন্ন স্থানে রাখে বলে বিস্বশÍ সূত্রে জানা গেছে।
এব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী এবং আশু হস্তক্ষেপ কামনা করছে ।