www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

তারেকের শাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি সম্পদের হিসাব চেয়ে নতুন করে নোটিশ দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)নির্দেশ দেয়া হয়েছে।বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয়।২০১৪ সালের ২৫ জানুয়ারি সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে তারেকের শাশুড়িকে চিঠি দেয় দুদক। কিন্তু তিনি সম্পদের হিসাব বিবরণী দাখিল না করে হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ পান। দুদক ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয় আপিল বিভাগ। আর সম্পদের বিবরণী দাখিল না করায় ওই বছরের ৩০ জানুয়ারি দুদকঢাকার রমনা থানায় মামলাটি করে।এই মামলাটি বাতিল চেয়ে তারেক রহমানের শাশুড়ির আবেদনের পর গত বছরের ১৬ ফেব্রুয়ারি তা খারিজ করে দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। এই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন সৈয়দা ইকবাল মান্দ বানু। সম্পদের হিসাব দাখিল না করায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেছিল দুদক।তারেকের শাশুড়ির বিরুদ্ধে করা মামলাটি বিচারিক আদালতে অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে ছিল। গত ১২ এপ্রিল মামলায় দাখিল করা দুদকের চার্জশিট আমলে নিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন ঢাকার জ্যেষ্ঠ শেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালত। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!