নিজস্ব প্রতিবেদক : ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার সাবেক চেয়ারম্যান ও ট্রেজারার ডা. তাসমিনা মাহমুদ স্মরণে গতকাল ২৯ সেপ্টেম্বর ওই বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডেরসদস্যবৃন্দ এবং তার স্বজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. তাসমিনা মাহমুদ ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভাইস চ্যান্সেলর ডা. এম. এ. মতিনের স্ত্রী এবং একই বিশ্ববিদ্যালয়ের বর্তমান চেয়ারম্যান ডা. এম এ মুহিতের মা।
শোক সভায় বক্তারা ডা. তাসমিনা মাহমুদের কর্মময় জীবন ও দায়িত্বশীল পারিবারিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া এই মহিয়ষী নারীকে নারী জাগরণেরর এক অনন্য দিশারী হিসাবে ভাবা হয়।