রাজধানীর কদমতলী থানার খাজার ড্যাগ এলাকায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র বর্মন নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার রাত দুইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার এসআই মো. মাহবুবুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সুবল স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর জুরাইনের আলমবাগে ভাড়া বাসায় থাকতেন।