সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় রকেট-ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং এর উদ্যোগে সাচনা বাজারে এজেন্টদের নিয়ে বৃহস্পতিবার সুপার এজেন্ট রকেট কার্যালয়ে বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সেলস ম্যানেজার মো. মোমেনূল ইসলাম শাহ এর পরিচালনায় রকেট-ডিবিবিএল এরিয়া ম্যানেজার নিয়ামুল বাশার, এরিয়া ম্যানেজার মো. ছবদর আলী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাংকিং সেবায় রকেট-ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং এর গুরত্ব নিয়ে আলোচনা হয় এবং এর প্রযুক্তিগত সেবা আরো মানুষের দোড়গোড়ায় সহজে কিভাবে পৌঁছে দেয়া যায় তার উপর আলোকপাত করা হয়। রকেট’র একাউন্ট এর মাধ্যমে সাধারন লেনদেনসহ বিদেশ থেকে টাকা গ্রহণ, মোবাইলে রিচার্জ, বিভিন্ন বিল পরিশোধ ও সুনামগঞ্জ পৌরসভার পানির বিল পরিশোধ করা যায় বলে জানানো হয়।