জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি : সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ঘটিকা পর্যন্ত উপজেলার ১২৩টি কেন্দ্রে একযুগে ভিটামিন এ + ক্যাপসুল খাওয়ানো হয়। স্বাস্ত্য কমপ্লেক্সে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ নিলাক্ষী রঞ্জন তালুকদার,ডাঃ প্রিয়াংকা পাল চৌধুরী,উপজেলা টেকনিক্যাল অফিসার শৈলেন্দ্র দেবনাথ সহ উপজেলার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। দিন ব্যাপী ১ থেকে ৫ বছর পর্যন্ত ২৩৫৪০জন এবং ৬মাস থেকে ১১মাস পর্যন্ত ৩০৩৩জন শিশুকে উপজেলার বিভিন্ন স্বাস্থ্য টিকাদান কেন্দ্রে জাতীয় ভিটামিন এ+ খাওয়ানো হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন কালে ডাঃ মনিশর চৌধুরী বলেন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ২০১৭খ্রিঃ সারা উপজেলায় ১২৩টি কেন্দ্রের মাধ্যমে খাওয়ানো চলছে। এতে সর্বস্তরের জনসাধারনের সহযোগিতা কামনা করে বলেন গত এ+ ক্যাম্পেইনের সময় দুষ্ট লোকদের নিলনক্সা অনুযায়ী গজব চলছিল। এতে প্রশাসন সহ সবাই আমরা বিব্রতবোধ করছি। এবারও ঐ দুষ্ট লোকেরা নীল নক্সা আকতে পারে। এ থেকে সংশ্লিষ্ট সকল ও সর্বস্তরের জন সাধারণকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।