নিজস্ব প্রতিবেদক : সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ বেদীতে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করেছেন কমনওয়েলথ গেমসের একটি প্রতিনিধি দল। পরে তারা কমনওয়েলথ গেমসের লোগো ‘মশাল’ প্রদর্শন করেন।
মঙ্গলবার সকাল ১১টায় আশুলিয়ার জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট এস.কে বাশার আহমেদ মামুন। পরে শ্রদ্ধা নিবেদন শেষে চার সদস্যের প্রতিনিধি দল জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।
এসময় কুইন্স ব্যাটন র্যালির পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া অপারেশন স্পেশালিস্ট কেরি এ্যালগার এক সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকদের নিকট বাংলাদেশের অ্যাথলেট গেমসের প্রশংসা করেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট এস.কে বাশার আহমেদ মামুন প্রতিনিধি দলের সফর সম্পর্কে এসময় সাংবাদিকদের অবগত করেন। প্রতিনিধি দলটি জাতীয় স্মৃতিসৌধ থেকে সাভারের পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শনে যাবেন। এরপর জাতীয় সংসদ ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ারমসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন প্রতিনিধি দলটি।
এদিকে কমনওয়েলথ গেমসের প্রতিনিধি দলের আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরপত্তা ব্যবস্থা। প্রতিনিধি দলের সাথে নবম পদাতিক ডিভিশনের সেনা ও ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী বছর ৫ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ার উপকূলীয় কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে বসছে কমনওয়েলথ গেমসের আসর। এখানে ৫৪ সদস্য বিশিষ্ট কমনওয়েলথভুক্ত বাংলাদেশসহ ৭১ টি দেশ অংশগ্রহণ করবে। নারীদের ট্রাইয়াথলন দিয়ে প্রথম ইভেন্টে মাধ্যমে যাত্রা শুরু হবে কমনওয়েলথ গেমস।