www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

ছয় বছর পর নিজ বাড়িতে মালালা

আন্তর্জাতিক ডেস্ক : নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই দীর্ঘ ছয় বছর পর সোয়াত উপত্যকায় নিজের বাড়িতে গেলেন। ২০১২ সালে তালেবানের হামলার পর প্রথমবারের মতো সোয়াতের নিজ বাড়িতে এলেন তিনি।

শনিবার সকাল থেকেই মিঙ্গোরার রাস্তাঘাট বন্ধ রাখা হয়। পরে কড়া নিরাপত্তার মধ্যে মা-বাবার সঙ্গে একটি হেলিকপ্টারে করে সোয়াতের সরকারি অতিথি ভবনে আসেন ২০ বছর বয়সী মালালা। অতিথি ভবন থেকে তার বাড়ির দূরত্ব এক কিলোমিটারেরও কম।

মালালার চাচা মাহমুদুল হাসান বলেন, সফরটিকে নিরাপদ ও সহজ করার জন্য সরকার ও সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
শুক্রবার ইউসুফজাই জিও নিউজ চ্যানেলের এক সাক্ষাৎকারে তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, একজন সেনা সার্জন ‘সঠিক সময়ে’ তার সার্জারি সম্পন্ন করেছে। পরে ব্রিটেনে তাকে পোস্ট ট্রমা চিকিৎসা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ইউসুফজাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। সেখানে তিনি একটি আলোচনা সভায় যোগদান করেন এবং বক্তব্য দেন। মালালা বলেন, নিজ দেশে ফিরে আসা তার সবচেয়ে সুখের দিনগুলোর একটি। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!