স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ চোরচক্র একটি মোবাইল দোকানের নতুন ২৬টি মোবাইল সেটসহ ছয় লাখ আটত্রিশ হাজার পাঁচশত টাকা মূল্যের প্রয়োজনীয় মালামাল লুটে নিয়েছে। রোববার রাতে চৌদ্দগ্রাম বাজারের আরাফাত টেলিকমে এ ঘটনা ঘটে। জানা গেছে, দোকানের মালিক পৌর এলাকার চান্দিশকরা গ্রামের আবদুল্লাহ আল মামুন প্রতিদিনের ন্যায় রোববার রাত নয়টার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। গতকাল সোমবার সকালে দোকান খুলতে গিয়ে দেখে-তালা ভাঙা। পরে পাশের লোকজনসহ দোকানের ভিতর ঢুকে দেখে সংঘবদ্ধ চোরচক্র ২৬টি মোবাইল সেট ও ৫’শ টি ডিসপ্লে নিয়ে সব মালামাল তছনছ করে রেখেছে। এ ঘটনায় আবদুল্লাহ আল মামুন বাদি হয়ে থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মোড়ল মিজানুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।