নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শুভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কন্টাক্টর শহিদুর রহমান মজুমদার(৬৪) শনিবার দুপুর ১২ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের জানাজা আগামীকাল রোববার সকাল ৯ ঘটিকায় উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়েরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।