চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম (৬০) গত শুক্রবার (০১ ডিসেম্বর) রাত সাড়ে ১০ ঘটিকায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও ক্যান্সার জনিত সমস্যায় ভুগছিলেন। অসুস্থ্যতার কারণে তিনি ভারত, বাংলাদেশসহ বেশ কয়টি দেশের নামকরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের প্রথম জানাযা গত শনিবার সকাল ১০টায় প্রিয় কর্মস্থল গুনবতী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাযা বাদ যোহর তাঁর শশুর বাড়ি কুমিল্লা দেবীদ্বার মাসিকারায় অনুষ্ঠিত হয়। বাদ আছর মরহুমের নিজগ্রাম দেবীদ্বারের ভল্লবপুরে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি ১৯৮৭ সাল থেকে দীর্ঘ ৩২ বছর সুনামের সাথে গুনবতী বহুমূখি উচ্চ বিদ্যালয়ের হাজার, হাজার ছাত্র ছাত্রীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তাঁর ইন্তেকালে গুনবতী বহুমূখী উচ্চবিদ্যালয় এর শিক্ষক মন্ডলী ও বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।