নিজস্ব প্রতিবেদকঃ চৌদ্দগ্রামে মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা ও দুই মহিলাসহ ৭ জনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। আটককৃতরা হলো; চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষèীপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী মানু বেগম (৫০), আলী হোসেনের স্ত্রী জাহানারা বেগম(৩৫), গোমারবাড়ি এলাকার অলি আহম্মদের পুত্র আবদুল জলিল(২৫), আবদুল খালেকের পুত্র সোহাগ(২৮), উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের জালাল আহম্মদের পুত্র রাকিব (২২), বাতিসা ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র আলমগীর হোসেন(২৬) ও ওয়ারেন্টভুক্ত পৌরসভার পূর্ব ধনমুড়ি গ্রামের আবদুল হামিদের পুত্র আমজাদ হোসেন প্রকাশ মাহবুব(৩৫)। রোববার (২৬ নভেম্বর) দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোড়ল মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে আটককৃত মানু বেগম ও জাহানারা বেগমের ঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়।